বিকাশে ৫০ হাজার টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন পূর্বধলার নাহিদ

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , মার্চ ২২, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ভুল করে বিকাশে চলে আসা ৫০ হাজার টাকা সোমবার (২২মার্চ) মূল দাবিদারকে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন নাহিদ। সে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তারাকান্দা গ্রামের মো: আজিজুল হক ভূইয়ার ছেলে। টাকার দাবিদার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আহাম্মদ মাঝিরকান্দি পাইনপাড়া গ্রামের আ. জব্বার মোস্তাকের ছেলে বিল্লাল হোসেন।

জানা যায়, গত বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় নাহিদের ব্যক্তিগত বিকাশ নম্বরে হঠাৎ দুই ধাপে ২৫হাজার করে মোট ৫০হাজার টাকা চলে আসে। টাকা পেয়ে অবাক নাহিদ। ঘটনাটি বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে পূর্বধলা হেল্পলাইনের মডারেটর আব্দুল্লাহ আল মামুনকে জানায়। নাহিদ ও মামুন দ্রæত বিষয়টি পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার ও মোহাম্মদ আলী জুয়েলকে জানান। পরে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আহাম্মদ মাঝিরকান্দি পাইনপাড়া গ্রামের আ. জব্বার মোস্তাকের ছেলে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি ওই টাকা নিজের বলে দাবী করে। সে জানায় একজনকে টাকা পাঠাতে গিয়ে ভুলে নাহিদের বিকাশে টাকা চলে এসেছে। টাকাটি ফেরত দেওয়ার আশ্বাস দেয় নাহিদ । তবে টাকার মূল মালিকের জন্য অপো করেন তারা। একাধিক ব্যক্তি দাবিদার হয় কিনা তা নিশ্চিত করতে।

আজ সোমবার সকালে বিল্লাল হোসেন পূর্বধলায় আসলে নাহিদ তাকে ৫০ হাজার টাকা বুঝিয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, মোহাম্মদ আলী জুয়েল, কেবিএম নোমান শাহরিয়ার, মোস্তাক আহমেদ খান, আব্দুল্লাহ আল মামুন,শাহজাহান মিয়া প্রমুখ। আজকাল মুঠোফোনে ভুলক্রমে ৩০ টাকা রিচার্জ হলেও অধিকাংশ ক্ষেত্রে অনুরোধ করেও সে টাকা ফেরত পাওয়া যায় না। সেখানে নাহিদ ৫০ হাজার টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com