বিএনপি জামাত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশের উপর হামলার প্রতিবাদে পূর্বধলায় যুবলীগের বিক্ষোভ মিছিল


পূর্বধলা (নেত্রকোনা) প্রধিনিধি: সারাদেশে বিএনপি জামাত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশের উপর হামলার প্রতিবাদে পূর্বধলায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। শনিবার দুপুরে উপজেলার স্টেশন বাজার থেকে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে পূর্বধলা বাজারস্থ স্টেশন রোড মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, হঠাৎ করে বিএনপি-জামায়াত নেত্রকোণাসহ সারাদেশে তান্ডব চালানোর চক্রান্ত করছে। ইতিমধ্যে দেশের কিছু জায়গায় পুলিশের উপর হামলা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। কঠিন হুসিয়ারী উচ্চারণ করে উপজেলা যুবলীগ সভাপতি বলেন, পূর্বধলায় আমরা তাদের কোন তান্ডব চালাতে দেবো না। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধের বিপক্ষের শক্তি বিএনপি-জামায়াত তারা বারবার জননেত্রী শেখ হাসিনাকে টার্গেট করে হত্যা করার পাঁয়তারা করছে।
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার বিএনপির উপর কোন জুলুম করে নাই। স্থানীয় ভাবে আমারও আপনাদের উপর কোন জুলুম করি নাই। পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো অংশ নেন উপজেলা আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন মাষ্টার, মোখলেছুর রহমান, আব্দুল হাই, যুবলীগ নেতা জুলফিকার আলী শাহিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, সাবেক ইউপি সদস্য বিপুল হাসান, রইস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন সুত্রধর, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন রুমেল, মোফাজ্জ্বল হোসেন, কসম উদ্দিন, আনিসুর রহমান জুয়েল, রুহুল আমিন, হাবিবুর রহমান, এমদাদুল হক, এরশাদ হোসেন, আজিজ রেজা প্রমুখ।