বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও ইউনিয়ন ৯টি ওয়ার্ডে নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৬, ২০২২

হোসেনপুর,(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ হোসেনপুরের ১নং জিনারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নতুন কমিটি গঠিত হয় । ১৬ ফেব্রুয়ারি রোজ বুধবার হাজিপুর বাজার জাহাঙ্গীর মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহবায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চাচলনায় সম্মেলন শুরু হয় বিকেল ৩ ঘঠিকায় । এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিনারী ইউনিয়ন আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মোঃ বাহার উদ্দিন, মোঃ নজরুল ইসলাম সভাপতি ডাকুরিয়া ২নং ওয়ার্ড , মোঃ আব্দুস সালাম সভাপতি হলিমা ৩নং ওয়ার্ড , মোঃ কাজল মিয়া সভাপতি পিপলাকান্দি ৪নং ওয়ার্ড , মোঃসাহিদ মিয়া সভাপতি ৭নং ওয়ার্ড চরহাজিপুর, মোঃ কুদরত আলী সভাপতি ৮নং ওয়ার্ড চর হটর আলগী , মোঃ মনির উদ্দিন সভাপতি ৯ নং ওয়ার্ড চর কাঠিহাড়ী প্রমুখ। প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com