বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও ইউনিয়ন ৯টি ওয়ার্ডে নতুন কমিটি গঠন
হোসেনপুর,(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ হোসেনপুরের ১নং জিনারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নতুন কমিটি গঠিত হয় । ১৬ ফেব্রুয়ারি রোজ বুধবার হাজিপুর বাজার জাহাঙ্গীর মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহবায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চাচলনায় সম্মেলন শুরু হয় বিকেল ৩ ঘঠিকায় । এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিনারী ইউনিয়ন আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মোঃ বাহার উদ্দিন, মোঃ নজরুল ইসলাম সভাপতি ডাকুরিয়া ২নং ওয়ার্ড , মোঃ আব্দুস সালাম সভাপতি হলিমা ৩নং ওয়ার্ড , মোঃ কাজল মিয়া সভাপতি পিপলাকান্দি ৪নং ওয়ার্ড , মোঃসাহিদ মিয়া সভাপতি ৭নং ওয়ার্ড চরহাজিপুর, মোঃ কুদরত আলী সভাপতি ৮নং ওয়ার্ড চর হটর আলগী , মোঃ মনির উদ্দিন সভাপতি ৯ নং ওয়ার্ড চর কাঠিহাড়ী প্রমুখ। প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।