বর্ণাঢ্য আয়োজনে পূর্বধলায় মুজিব জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন” শ্লোগানে নেত্রকোনার পূর্বধলায় বুধবার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন , উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, কেক কাটা, শিশু সমাবেশ ও আনন্দ র্যালী, আলোচনা সভা ও রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। উপজেলা পরিষদ সম্মেলন কে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমে’র সভাপতিত্বে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান সবুজে’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাংসদে’র সাবেক কমান্ডার মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানুলাল চাকী, পূর্বধলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আ. হামিদ প্রমুখ।