বন্য হাতির আক্রমণে জানমাল ও সম্পদ রক্ষার্থে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ , মে ১৯, ২০২৩

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে ভারত ও বাংলদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ মে) দিন ব্যাপী বিভিন্ন সময়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার বিজিবির দায়িত্বপূর্ণ বিভিন্ন বর্ডার অবজারভেশন পোষ্ট (বিওপি) সীমান্ত এলাকার ২৬টি স্থানে এই পতাকা বৈঠকের আয়োজন করে।
পতাকা বৈঠকে সম্প্রতি সময়ে ভারত হতে বন্যহাতির উপদ্রব বৃদ্ধি, বন্যহাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিক নিহত ও আহত, হাতির দ্বারা ফসলি জমির পাকা ধান নষ্ট এবং জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি সাধন এই সকল বিষয়ে প্রতিরোধমূলক প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণে বিজিবির পক্ষ থেকে বিএসএফ-এর প্রতি অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে বিএসএফের কোম্পানী/ক্যাম্প কমান্ডারগণ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও বৈঠকে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকার আশাবাদ ব্যক্ত করে সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সমূহ শান্তিপূর্ণ পরিবেশে নিরসন কল্পে উভয় পক্ষ একে অপরকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এর আগে বিজিবি গত বুধবার (১৭ মে) সংশ্লিষ্ট বিওপি এলাকার বন্য হাতির আক্রমনে করণীয় সম্পর্কে জনসাধারণকে সাথে নিয়ে সচেতনামূলক সভার আয়োজন করে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমানের কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com