বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে বিকৃত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এ মানববন্ধন করেন আয়োজন করেন তারা।
এসময় শিক্ষকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচারের আয়তায় আনার দাবি জানান। অধ্যাপক মোহাঃ সাইদুর রহমানের সঞ্চালনায় ও সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক শেখ আবদুস সালাম, প্রো-ভিসি অধ্যাপক শাহিনুর রহমান, সাবেক প্রো-ভিসি অধ্যাপক কামাল উদ্দীন, সাবেক ট্রেজারার অধ্যাপক সেলিম তোহা প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক মাহবুবুল আরফিন, অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক মাহবুবর রহমান, অধ্যাপক নাসিম বানু, অধ্যাপক তপন কুমার জোর্দ্দার, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আহসান উল আম্বিয়া, অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক রশিদুজ্জামান, সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুল প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করা হয়। ঘটনার পরপরই চারজনকে আটক করেছে পুলিশ।