ফ্রান্সে নিষিদ্ধ হতে যাচ্ছে হিজাব, নারীদের প্রতিবাদ

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ , এপ্রিল ১০, ২০২১
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি সিনেট প্রেসিডেন্ট ম্যাখোঁর বিতর্কিত পৃথকীকরণ বিলকে অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে। এটি আইন হয়ে গেলে বিল দুটি নতুন সংশোধনী আনবে, যার মধ্যে একটি হ’ল, ১৮ বছরের কম বয়সী ফরাসি মুসলিম মহিলাদের জনসম্মুখে হিজাব পরা নিষিদ্ধ করা হবে এবং অন্যটি হ’ল, যেসব অভিভাবকরা ধর্মীয় পোশাক পরিধান করেন তাদের কোনো স্কুল ভ্রমণের পাশাপাশি পাবলিক সুইমিং পুলে বা অন্যান্য ক্রিয়াকলাপে অংশ নিতে নিষেধাজ্ঞা জারি করা হবে।

আইনীভাবে নিষেধাজ্ঞা আরোপের আগে এই দুটি সংশোধনী ফরাসি জাতীয় পরিষদের মধ্য দিয়ে যেতে হবে। তবে এ সপ্তাহের ভোটে বিষয়টিকে সেই সম্ভাবনাকে আরো জোরালো করেছে। এদিকে, ফ্রান্সের তরুণ মুসলিম মহিলারা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম, অমুসলিম নারীরা এ বিলের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। ফ্রান্সের মুসলিম নারীরা তাদের নাগরিক ও মানবাধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘন এবং মুসলিম নারীদের ইচ্ছাকে স্বীকৃতি জানাতে ফরাসী সরকারের অনীহার বিষয়ে হতাশা প্রকাশ করেছে।

ফ্রান্সের ঘটনাবলীর প্রেক্ষিতে হিজাবির ফ্যাশনের প্রভাবশালী ব্যক্তিত্ব সোমালিয়া থেকে আগত রাওয়াদ মোহাম্মদ তার ইনস্টাগ্রামে ‘আমার হিজাব ছেড়ে দিন’ শব্দটি দিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার অধিকারগুলি এতটা কেড়ে নেয়ায় আমি কখনও এতোটা নিঃস্ব বোধ করিনি, আমি কখনও এতটা তুচ্ছ অনুভব করিনি। তারা আমাকে শূন্যতে দাঁড় করিয়ে দিয়েছে। সূত্র : দ্য স্টাইলিস্ট।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com