ফুলপুরে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও মারপিটের অভিযোগ
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুরের জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষ মোশারক হোসেনের বাড়ি ঘরে হামলা, লুটপাট ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আব্দুল্লাহ গংদের বিরুদ্ধে। গত সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭ ঘটিকায় উপজেলার বওলা ইউনিয়নের হাতিবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল্লাহ ওই হাতিবান্দা গ্রামের মোঃ হারিজ উদ্দিনের ছেলে। এবিষয়ে মোশারক হোসেনের বাদী হয়ে আব্দুল্লাহ সহ ৭ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, ওই হাতিবান্দা গ্রামের মৃত আঃ সালামের ছেলে মোশারফ হোসেন ও আব্দুল্লাহ গং পাশাপাশি বাড়িতে বসবাস করে আসছিল। জমি সংক্রান্ত জের ধরে সোমবার সকাল সাড়ে ৭ টায় দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মোশারফ হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা করে বসতবাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করে
হামলায় আহত মোশারফ জানান, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে মারধর করে আহত করে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়। তাদের মধ্যে হামলাকারী সন্ত্রাসী নজরুল ইসলাম সন্ত্রাসী কায়দায় মোশারফের বোন আমেনা খাতুনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং থানা পুলিশ করলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে। তাই তারা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি করেন, এ ঘটনায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ভূক্তভোগী পরিবারের জীবনের নিরাপত্তা চান।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।