ফিলি-স্তিনে ইজ-রায়েলী আগ্রাসন বন্ধের দাবীতে নেত্রকোনায় তৌহিদী জনতার মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , অক্টোবর ২০, ২০২৩

আব্দুর রহমান, নেত্রকোনাঃ ফিলিস্তিনে ইজরাইলী আগ্রাসন বন্ধ এবং বাইতুল আকসা রক্ষার দাবীতে আজ শুক্রবার বাদ জুম্মা নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতার এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টেংগা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শালজান হাফিজিয়া মাদরাসার সামমে এসে শেষ হয়।

মাওলানা আসাদুর রহমান আকন্দ এর সভাপতিত্বে ও হাফেজ কামাল উদ্দিন খান, মাওলানা আতিকুর রহমান খান শামিম ও মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি তাহের কাসেমী, মাওলানা গাজী মুহাম্মদ আবদুর রহীম, মুফতি মাহমুদ হাসান, মাওলানা সাইদুর আকন্দ, মাওলানা মতিউর রহমান, মাওলানা ইজহারুল ইসলাম, লুৎফুল কবীর খান, মুফতী আরিফুর রহমান, হাফেজ রইসুদ্দিন, হাফেজ ইসহাক, হাফেজ জাহাঙ্গীর প্রমুখ। সমাবেশে বক্তারা, অবিলম্বে ফিলিস্তিনী নারী ও শিশুদের উপর নির্বিচারে বোমা হামলা৷ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com