ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রচার-প্রচারণা শুরু
এমরান হোসেন লিটনঃ ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিক নিয়ে মাঠে নামলেন ৩জন মেয়র প্রার্থীসহ মোট ৭৬জন। বুধবার (২৭ জানুয়ারি) সকালে বিএনপি প্রার্থী পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারীসহ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ রির্টানিং অফিসারের হাত থেকে ধানের শীষ প্রতিক গ্রহণ করেন।
পরে প্রচার প্রচারণার অংশ হিসেবে তিনি ধানের শীষ প্রতীক ও নেতাকর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।এসময় সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আ: খালেক পাটওয়ারী, প্রচার সম্পাদক মোঃ মাসুদ আলম, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভুলু,উপজেলা যুবদলের সদস্য সচিব আ: মতিন, যুবদলের নেতা ফারুক হোসেন রনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা ভাগিনা রুবেল মোঃ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।