প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার,
হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত।
তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com
ফরিদগঞ্জ পৌরবাসীর সংবর্ধনা পেলেন মেয়র মাহফুজ


এমরান হোসেন লিটন: সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সামনে পাউবো মাঠে পৌর আওয়ামীলীগ কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: মাহফুজুল হককে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি বলেন, পৌর নির্বাচন সামনে এলেই একটি চক্র আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লাগে। বিগত নির্বাচনের সময়ও করেছে, এবারও শুরু করেছে। কিন্তু আমি জানি আমি কোন অন্যায় করিনি। তাই পিছনে হঠার কোন কারণ নেই। আমার বিশ^াস এ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা আমার প্রতি আস্থা রাখবেন। কারণ, আমি ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মানুষের পাশে ছিলাম। সালিশ দরবার করে বা কোন অপকর্ম করে মানুষের থেকে অর্থ আদায় করিনি, জমি দখল করিনি। বরং পৌর এলাকায় ৭০ ভাগ উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। তাই আসছে নির্বাচনেও শেখ হাসিনার নৌকার জয় অনিবার্য।
পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) লিয়াকত পাটওয়ারী সভাপতিত্বে ও ৮নং ওযার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান নান্নু গাজীর সঞ্চালনায় এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহিদ উল্যা পাটওয়ারী, পৌর আওয়ামীলীগের সহসভাপতি শ্যামলাল চন্দ্র দাস, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হায়দার পাঠান টিপু,সাধারন সম্পাদক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহসিন তালুকদার, পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলম পাঠান, ৪ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ফরিদগঞ্জ পৌর গাউসিয়া কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।