ফরিদগঞ্জ গোবিন্দপুরে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান

এমরান হোসেন লিটনঃ ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৯নং গোবিন্দপুর ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
সোমবার গরীব অসহায় ও দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় দেশ ও দশের বালা-মুসিবত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক দানবির আলহাজ এম এ হান্নানের জন্য এবং তার অসুস্থ স্ত্রীর জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, ৯নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু জাফর মিলন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহ্ আলম মেম্বার, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রার্থী আক্তার হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন, যুগ্ন আহবায়ক নাজমুল আলম জুয়েল, মো: হাবিব, ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি ডা. আবুল কালাম তরু, যুবদল নেতা হেলাল পন্ডিত, স্বেচ্ছাসেবকদলের নেতা আরিফ হোসেন পাটোয়ারী, আব্দুল হাই, মুসলিম সর্দার, মোজাম্মেল হোসেন শাওন, হারুন খান, মমিন হসেন, সোহেল ভূঁইয়া, আনোয়ার হোসেন, ফারুক গাজী, ঈমান হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন পাটোয়ারী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।