ফরিদগঞ্জে সাংবাদিকের উপর হামলা, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , জুন ১, ২০২১
সাংবাদিকের উপর হামলা, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই

এমরান হোসেন লিটনঃ ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদকে মারধর করে মোবাইল, ল্যাপটপ ও মানিব্যাগ ছিনতাই করেছে ছিনতাইকারীরা। ৩১মে সোমবার রাত ৯ ঘটিকার সময় বাড়িতে যাওয়ার পথে উপজেলার পৌর এলাকার কামিন ডাক্তারের ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

জানাযায়, সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ প্রতিদিনের নেয় এই সময়েই মোটরসাইকেল দিয়ে বাড়ী যাচ্ছিলেন, পথি মধ্যে কামিন ডাক্তারের ব্রিজের বিপরিত দিক থেকে একটি প্রাইভেটকার এসে বাধা প্রদান করে এবং দুজন লোক গাড়ি থেকে বের হয়ে কিলঘুষি মেরে পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল ও কাঁদে থাকা ল্যাপটপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ ঐ রাতেই ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনাটি শুনা মাত্রই আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং তাৎক্ষনীক পার্শ্ববর্তী থানা গুলোতে বিষয়টি জানিয়েছি। আমরা ছিনতাই কারিদেকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com