ফরিদগঞ্জে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , মে ১৭, ২০২১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

এমরান হোসেন লিটন: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদল।

রবিবার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নানের বাড়িতে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ পূর্বে আলহাজ্ব এমএ হান্নান বলেন, গণতন্ত্রের নেত্রী, আপোষহীন নেত্রী এবং বাংলাদেশী জাতীয়তাবাদের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত। এবং দীর্ঘদিন জেলখানায় একাকীত্ব জীবন যাপন করে ভীষণভাবে অসুস্থ হয়ে আছেন। আমাদের এই আপোষহীন নেত্রীর অসুস্থতার কথা সারাবিশ্ব অবগত। যেখানে সারা বিশ্বব্যাপী চিকিৎসা একটি জাতীয় মৌলিক অধিকার, কিন্তু বর্তমান অবৈধ সরকারের অনমনীয়তার কারনে আমাদের নেত্রী সেই চিকিৎসা থেকে বঞ্চিত। আলহাজ্ব এম এ হান্নান, খালেদা জিয়ার ওপর এই জুলুম নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি মহান আল্লাহর দরবারে বিএনপির চেয়ারপার্সনের জন্য কুদরতি কৃপা প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সাবেক পেনেল মেয়র জাকির হোসেন গাজী, ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ভুলু, ৩নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ইকবাল খলিফা। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ন আহবায়ক আমির হোসেন খান, আমজাদ হোসেন শিপন, জহির মেম্বার, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের নেতা আকতার হোসেন, মোঃ ফারুক হোসেন, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক আমির হোসেন, নাজিম উদ্দিন, সোহাগ পাটোয়ারী, জাহাঙ্গীর মাস্টার, আরিফ হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য আরিফ হোসেন নুরু, এমরান হোসেন, গিয়াস উদ্দিন, রুবেল, পৌর যুবদলের সদস্য আরিফ হোসেন পাটোয়ারী, রাজ্জাক পাঠান প্রমূখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com