ফরিদগঞ্জে ইত্তেফাক’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ , জানুয়ারি ২, ২০২১

এমরান হোসেন লিটনঃ ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে ইত্তেফাক প্রতিনিধি মো. মহিউদ্দিনের আয়োজনে র‌্যালি এবং কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদ হোসেন। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া, চাঁদপুর ডিপিওডি’র পরিচালক মমতাজ উদ্দীন মিলন, নারী নেত্রী আজমুর বেগম প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকগণ ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালনের জন্য ইত্তেফাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের আরো সোচ্চার ভূমিকা পালনের আহবান জানান। অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com