ফরিদগঞ্জের সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খানের স্মরণ সভা, দোয়া ও ইফতার
এমরান হোসেন লিটনঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা হইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী চার বারের সাবেক এমপি ও চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলমগীর হায়দার খানের স্মরণে স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ডে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বর্তমান উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নান। ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সিনিয়র যুগ্ন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সভাপতি আমানত হোসেন গাজী,
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আমিন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা। এ সময় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা মরহুম আলমগীর হায়দার খান সাহেবের উপর স্মৃতিচারণ করতে গিয়ে স্মরণ সভাকে ভারাক্রান্ত করে তুলেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, বাশির আহ্মেদ (সাবেক চেয়ারম্যান) মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল শ্রমিকদলের আজম গাজী, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ রাশেদ পাঠান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক বিন্দু।
উল্লেখ্য, মরহুম আলমগীর হায়দার খান সাহেবের নিজ এলাকা ২ নং বালিথুবা ইউনিয়ন থেকে বিএনপি নেতা ইকবাল হোসেন টিটু মজুমদারের নেতৃত্বে বি এন পির সমর্থকদের বিশাল বহর নিয়ে স্মরণসভায় উপস্থিত হন। স্মরণসভায় উপজেলা মহিলা দলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন প্রধান অতিথি আলহাজ্ব এম এ হান্নান।