ফরিদগঞ্জের মূলপাড়ায় মিজান খানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
এমরান হোসেন লিটনঃ ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মূলপাড়া গ্রামের বিভিন্ন বাড়ির প্রায় তিন শতাধিক গরীব অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ জুমার নামাজের পর নিজ বাড়ির আঙ্গিনায় এ শীতবস্ত্র বিতরণ করেন ইউনিয়ন বিএনপির নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান খান। এ সময় তিনি সকল ধনবান ব্যক্তিদের অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এগিয়ে আসার আহবান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ নাজমুল কবির খান, শামসুল আলম মন্টু, আনাস খান, আব্দুস সাত্তার, শাহজালাল মিশন প্রমূখ।
উল্লেখ্য, মিজানুর রহমান খান গত ১৫/১৬ বছর তার নিজ এলাকার গরীব অসহায়দের মাঝে প্রত্যেক শীতে শীতের পোশাক, এবং রমজানের ঈদের সময় সেমাই চিনি ও অন্যান্য সামগ্রী বিতরণ করা ছাড়াও বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় বিভিন্ন অসহায়দের মাঝে নিজের সাধ্যমত সহযোগিতা করে আসছেন।