ফরিদগঞ্জের চান্দ্রায় স্বপ্নচুড়া সামাজিক সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ , এপ্রিল ২৩, ২০২১

এমরান হোসেন লিটনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গরীবও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বপ্নচুড়া সামাজিক সংগঠন।

শুক্রবার ৩ টায় উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের খাঁড় খাদিয়া জুনিয়ার হাই স্কুলের আশ্রয় কেন্দ্রের হলরুমে করোণা ভাইরাসের প্রাদুর্ভাব এর ফলে স্বাস্থ্যবিধি মেনে এ সামগ্রী বিতরণ করা হয়। এই দিন স্বপ্নচুড়া সামাজিক সংগঠনের পক্ষে মোট ৭৫ জন গরীব অসহায়দের মধ্যে এই সামগ্রী দেওয়া হয়। এ সময় জনপ্রতি ৮ কেজি চাউল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মশারির ডাল, ১ কেজি চিনি, ১কেজি লবণ, ২ কেজি আলু, ২ প্যাকেট সেমাই দেওয়া হয়।
এই সময় সংগঠনের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি মো: কাউসার ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: আজহারউদ্দিন অর্থ সম্পাদক ফাহিম আহমেদ সুলতান, উপদেষ্টা মনির আহমেদ তপদার, মোঃ মামুন বকাউল উপস্থিত থেকে গরিব দের হাতে এ সামগ্রী তুলে দেন। এসময় সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ ইকবাল পাটোয়ারী, মোঃ জাকির হোসেন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ খালেদ সামস্দ, প্তর সম্পাদক মোঃ শামীম সেখ, রক্ত বিষয়ক সম্পাদক যুটন দাস, সহ: রক্ত বিষয়ক সম্পাদক মোঃ রহিম। সদস্য মোঃ আরাফাত, আব্দুল খালেক, মাইনুদ্দিন জনি, ইমন, ইয়াসিন পাঠান, ইয়াসিন বকাউল, আব্দুল কাদের সহ আরো অনেকে।
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com