ফজরের পরেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ , জানুয়ারি ৩০, ২০২১
ফজরের পরেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

ডেস্ক রিপোর্ট : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৌরসভার নির্বাচন চলছে। শনিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। হাজীগঞ্জ পৌরসভার বলাখালের ১নং (দ.) ওয়ার্ডের বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত।

এখানে দুই চারজন পুরুষ ভোটারের দেখা মিললেও শত শত নারী ভোটার লাইনে দাঁড়িয়ে। এখানকার কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ধারা শেষ পর্যন্ত থাকলে আমার বিজয় নিশ্চিত।

হাজীগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে একই চিত্র। ভোটার লাইনে দাঁড়ানো হালিমা বেগম ও জবেদা বেগম নামে দুজন নারী বলেন, ফজর পড়েই ভোট কেন্দ্রে চলে আসছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে ভালো লাগবে।

হাজীগঞ্জের আলীগঞ্জ পিটিআই কেন্দ্র, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। হাজীগঞ্জ পৌরসভা নির্বচনে বর্তমান মেয়র আসম মাহবুব উল আলম লিপন নৌকা ও সাবেক তিন বারের মেয়র আবদুল মান্নান খান ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।

জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমাদের সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com