প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে লন্ডন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার তুহিন আহমেদ খানের শুভেচ্ছা বিনিময়
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় শনিবার (১৫মে) পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ লন্ডন (যুক্তরাজ্য) শাখার সহ সভাপতি ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খান।
সন্ধ্যায় প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খানকে স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান। শুভেচ্ছা বিনিময়কালে পূর্বধলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সহ-সভাপতি শফিকুজ্জামান, সিনিয়র সদস্য জুলফিকার আলী শাহীন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কলামিস্ট জাকির হোসেন কামাল, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত শিমুল, সদস্য মোঃ আল মুনসুর, মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান প্রমুখ।