প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায় ফাইনাল বিজয়ী হোসেনপুর
আব্দুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায় ফাইনাল বিজয়ী হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়ে দল এবং রানার্স আপ হয়েছে পশ্চিম পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় নির্ধারিত সময় পার হবার পর ট্রাইবেকারের মাধ্যমে পশ্চিম পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
আজ (২৫ জুলাই) মঙ্গলবার বেলা বারোটায় খেলা শেষে নেত্রকোনা সহকারী উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম রেজা সরল, মমতাজ মহল প্রধান শিক্ষক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আয়েশা সিদ্দিকা প্রধান শিক্ষক নিউটাউন বিলপাড়,
চিন্ময় তালুকদার, সহকারী শিক্ষক কাকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদন খান পাঠান ববি, সহকারী শিক্ষক নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক, হোসেন পুর সরকার প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্যরা।