প্রধান শিক্ষক ও দপ্তরি ছাড়াই চলছে পূর্বধলা সদরে’র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , নভেম্বর ২২, ২০২১
পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সদরে’র প্রাণ কেন্দ্রের পূর্বধলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ বছর ধরে প্রধান শিক্ষক পদটি শূণ্য রয়েছে ১ বছর আগে দপ্তরি মারা যাওয়ায় এ পদটিও শূণ্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে পাঠদানসহ প্রশাসনিক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫৮ খ্রি: স্থাপিত হয়েছে। যার শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫শত জন, সহকারী শিক্ষক রয়েছেন ১০ জন। গত ২১ সেপ্টম্বর ২০১৯ ইং তারিখে প্রধান শিক্ষক’র অবসর জনিত কারণে পদটি শুন্য হয় এবং ২৬ এপ্রিল২০২০ ই্ং তারিখে দপ্তরি আ: মোতালেব এর মৃত্যু জনিত কারণে পদটি শূণ্য হয়। ইতোমধ্যে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব নিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক গণ আবেদন করলেও অজানা কারণে পদটি শূণ্য রয়েছে ।

স্থানীয় শিক্ষার্থীর অভিভাবক মো: ফজলুল হক বলেন, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা সদরের একটি অন্যতম বিদ্যাপিঠ। তাই উক্ত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজের ব্যাপক সমস্যা হচ্ছে । শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে এ সংকট দূর করা উচিত।

জেলা শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ বলেন, সিনিয়র ৮ জন আবেদন কারি শিক্ষকদের তালিকা করে অধিদপ্তরে পাঠানো হয়েছে আনেক আগেই কিন্তু এখনো কাওকে নিয়োগ দেয়নি তবে ২০২২ সনের জানুয়ারি মাসে এ সমস্যার সমাধান সম্ভব এর আগে নতুন করে আবেদন নেয়া বা বদলির কোনো সুযোগ নেই। দপ্তরি নিয়োগের বিষয়টি মামলা জনিত কারণে আটকে আছে তাই আপাতত নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com