প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা পাবে ৮০ লাখ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
ডেক্স রিপোর্ট : ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারও শুরু হচ্ছে গণটিকা কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই দিনটিতে ৮০ লাখ মানুষকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। মালেক বলেন, দেশের চার হাজার ৬০০টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ৪৩৩টি ওয়ার্ডে স্থাপন করা টিকা কেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে তিনটি, পৌরসভায় একটি এবং সিটি কর্পোরেশন এলাকার কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে।
মন্ত্রী জানান, যারা টিকার জন্য নিবন্ধন করেছেন তাদেরকে এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই কর্মসূচিতে সিনোফার্মের টিকা ব্যবহার করা হবে।
তিনি আরো জানান, গণটিকার পাশাপাশি নিয়মিত চলমান কর্মসূচিও চলবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতেও প্রতিদিন ছয় লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এবারের টিকা কর্মসূচিকে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কাছে নেওয়া হচ্ছে। সেসব এলাকায় বয়স্ক আছেন কিন্তু কেন্দ্রে যেতে পারেন না, তাদের অগ্রাধিকার থাকবে।
গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে সেই কার্যক্রম।
তবে টিকার সংকটের কারণে সেই কার্যক্রম আর চালু রাখতে পারেনি সরকার। সেই সময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।