প্রধানমন্ত্রীর আহবানে নেত্রকোণায় অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খান

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে লন্ডন প্রবাসী যুবলীগ নেতা পূর্বধলার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খান মহামারী করোনায় শ্বাসকষ্টে আক্রান্ত অসুস্থ রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট ১৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। সোমবার (২৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুমের সঞ্চালনায় সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারন সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. উত্তম পাল, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ শাহীন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, পূর্বধলা উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী প্রমুখ।

এসময় ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খান বলেন, জননেত্রী শেখ হাসিনার আহবানে প্রাথমিক অবস্থায় পূর্বধলা হাসপাতালের জন্য ৭টি, নেত্রকোনা জেলা ছাত্রলীগের জন্য ৩টি এবং রেডক্রিসেন্ট ও পূর্বধলা হেল্প লাইনের জন্য ৪টি সহ মোট ১৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলাম। তিনি সমাজের প্রতিটি বিত্তবান ব্যাক্তিকে এ ধরণের সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com