প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এসআই কবির হোসেন


ডেস্ক রিপোর্ট: গত ৩১ ডিসেম্বর ২০২১ ইং তারিখে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের তথ্য সহ অজ্ঞাত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “পূর্বধলায় রেজাল্ট শীটে কারচুপির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ” শিরোনামে প্রকাশিত সংবাদের শেষ লাইনে নেত্রকোণা জেলার পূর্বধলা থানার এসআই কবির হোসেন এর সংশ্লিষ্টতা রয়েছে এমনটা লিখে একটি নিউজ প্রকাশ করা হয়েছে। নিউজটির উক্ত সংশ্লিষ্টতা অংশটুকু মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হওয়ায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এসআই কবির হোসেন।
তিনি তার প্রতিবাদ লিপিতে জানান, গত ২৮ নভেম্বর, ৩য় ধাপে নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মাঝে পূর্বধলা সদর ইউনিয়নের ৪ টি কেন্দ্রে মোবাইল ডিউটির দায়িত্ব পালন করেন তিনি। ভোট গ্রহণ শেষে পূর্বধলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ সদস্য (মেম্বার) পদে ২ ভোট ব্যবধানে নির্বাচিত হলে পরাজিত প্রার্থী কেন্দ্রে গন্ডগোল করার চেষ্টা করে। কেন্দ্রের ইনচার্জ ও প্রিজাইটিং অফিসার এসআই কবির হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি টিম নিয়ে কেন্দ্রে যান এবং প্রিজাইটিং অফিসারসহ গৃহীত ভোট উদ্ধার করে রিটার্নিং অফিসারের কাছে জমাদানে সহায়তা করেন। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এভাবে নিউজ প্রকাশ করা হয়েছে।
তাই তিনি উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।