প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক : গত ২৯ ডিসেম্বর, ‘দেশবাংলা নিউজ টিভি’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে “পূর্বধলা হোছাইনিয়া ফাযিল মাদরাসার মালামাল চুরি মামলার পিআইবিকে পুন:তদন্তের নির্দেশ” হেড লাইন করে একটি নিউজ প্রকাশ করা হয়। সেখানে আমি মো: শহীদুল ইসলাম ইসলামকে উপজেলা জামাতের সেক্রেটারি ও জেলা সুপারের প্রত্যয়নে মামলা বিষয়ে যে তথ্য দেওয়া হয়ে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ১৭ নভেম্বর ২০১৫ ইং সনে আমি বাংলাদেশ জামায়েত ইসলাম হতে পদত্যাগ করি। যা স্থানীয় গণমাধ্যম দৈনিক জননেত্র মারফত প্রকাশিত হয়েছে। তাছাড়া নাশকতার জন্য আমাকে জেলহাজতে প্রেরণ করা হলেও দোষী প্রমাণিত না হওয়া চার্জসীট থেকে আমার নাম কেটে মুক্তি দেওয়া হয়েছে। এরকম ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তিব্র নিন্দা জানাচ্ছি।
মো: শহীদুল ইসলাম
সহকারী অধ্যাপক
পূর্বধলা হোছাইনিয়া ফাযিল মাদরাসা
পূর্বধলা, নেত্রকোনা।