প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , জানুয়ারি ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : গত ২৯ ডিসেম্বর, ‘দেশবাংলা নিউজ টিভি’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে “পূর্বধলা হোছাইনিয়া ফাযিল মাদরাসার মালামাল চুরি মামলার পিআইবিকে পুন:তদন্তের নির্দেশ” হেড লাইন করে একটি নিউজ প্রকাশ করা হয়। সেখানে আমি মো: শহীদুল ইসলাম ইসলামকে উপজেলা জামাতের সেক্রেটারি ও জেলা সুপারের প্রত্যয়নে মামলা বিষয়ে যে তথ্য দেওয়া হয়ে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ১৭ নভেম্বর ২০১৫ ইং সনে আমি বাংলাদেশ জামায়েত ইসলাম হতে পদত্যাগ করি। যা স্থানীয় গণমাধ্যম দৈনিক জননেত্র মারফত প্রকাশিত হয়েছে। তাছাড়া নাশকতার জন্য আমাকে জেলহাজতে প্রেরণ করা হলেও দোষী প্রমাণিত না হওয়া চার্জসীট থেকে আমার নাম কেটে মুক্তি দেওয়া হয়েছে। এরকম ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তিব্র নিন্দা জানাচ্ছি।

মো: শহীদুল ইসলাম
সহকারী অধ্যাপক
পূর্বধলা হোছাইনিয়া ফাযিল মাদরাসা
পূর্বধলা, নেত্রকোনা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com