পূর্বধলা স্কুলছাত্রকে ট্রেন থেকে চালক কর্তৃক লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ, ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ , জানুয়ারি ২২, ২০২২
স্কুলছাত্রকে ট্রেন থেকে চালক কর্তৃক লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বিজয় (১৫) নামে স্কুলছাত্রকে বলাকা কমিউটার ট্রেন থেকে চালক কর্তৃক লাথি মেরে ফেলে দেওয়ায় অভিযোগে উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রেনের দিকে ধাওয়া করলে চালক পালিয়ে যাওয়া সহকারী চালক হাফিজুল ইসলাম (৪৫) কে মারধর করে এবং ট্রেন ভাংচুর করে। স্থানীয়রা স্কুলছাত্র ও চালককে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

স্কুলছাত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ জানুয়ারী) জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন সোয়া বারটায় জারিয়া হতে পূর্বধলা স্টেশনে পৌঁছে। উক্ত ট্রেনের ইঞ্জিনের বসে স্কুলছাত্র ও তারবন্ধুরা পূর্বধলা আসে। তখন বাকবিদন্ডায় চালক স্কুলছাত্রকে ইঞ্জিন থেকে লাথি মেরে ফেলে দেয় বলে জানিয়েছে আহত স্কুলছাত্র । স্থানীয়রা স্কুলছাত্র ও চালককে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সহকারী ট্রেন চালক হাফিজুল ইসলাম জানান, তার মোবাইল, মানিব্যাগ কে বা কাহারা নিয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে কৌশলে এড়িয়ে যায়।

এ বিষয়ে পূর্বধলা রেলওয়ে স্টেশন সহকারী বুকিং অফিসার আব্দুল মোমেন জানান, কয়েকটা ছেলে বলাকা ট্রেন যোগে পূর্বধলা থেকে জারিয়া গিয়েছিল। আবার জারিয়া থেকে পূর্বধলা স্টেশনের আসলে ড্রাইভারের সাথে বাকবিদন্ডার হলে ছেলেটি (স্কুলছাত্র) ট্রেন থেকে পড়ে ব্যাথা পায়। পরে ওই এলাকার লোকজন ট্রেনের ক্ষতিসাধন করে এবং ড্রাইভারকে মারধর করে। ট্রেনটি ৪ ঘন্টা পূর্বধলা স্টেশনে আটকে থাকার পর ময়মনসিংহ হতে অন্য ড্রাইভার এসে স্টেশন হতে ট্রেনটি চালু করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com