পূর্বধলা স্কুলছাত্রকে ট্রেন থেকে চালক কর্তৃক লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ, ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বিজয় (১৫) নামে স্কুলছাত্রকে বলাকা কমিউটার ট্রেন থেকে চালক কর্তৃক লাথি মেরে ফেলে দেওয়ায় অভিযোগে উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রেনের দিকে ধাওয়া করলে চালক পালিয়ে যাওয়া সহকারী চালক হাফিজুল ইসলাম (৪৫) কে মারধর করে এবং ট্রেন ভাংচুর করে। স্থানীয়রা স্কুলছাত্র ও চালককে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
স্কুলছাত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ জানুয়ারী) জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন সোয়া বারটায় জারিয়া হতে পূর্বধলা স্টেশনে পৌঁছে। উক্ত ট্রেনের ইঞ্জিনের বসে স্কুলছাত্র ও তারবন্ধুরা পূর্বধলা আসে। তখন বাকবিদন্ডায় চালক স্কুলছাত্রকে ইঞ্জিন থেকে লাথি মেরে ফেলে দেয় বলে জানিয়েছে আহত স্কুলছাত্র । স্থানীয়রা স্কুলছাত্র ও চালককে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সহকারী ট্রেন চালক হাফিজুল ইসলাম জানান, তার মোবাইল, মানিব্যাগ কে বা কাহারা নিয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে কৌশলে এড়িয়ে যায়।
এ বিষয়ে পূর্বধলা রেলওয়ে স্টেশন সহকারী বুকিং অফিসার আব্দুল মোমেন জানান, কয়েকটা ছেলে বলাকা ট্রেন যোগে পূর্বধলা থেকে জারিয়া গিয়েছিল। আবার জারিয়া থেকে পূর্বধলা স্টেশনের আসলে ড্রাইভারের সাথে বাকবিদন্ডার হলে ছেলেটি (স্কুলছাত্র) ট্রেন থেকে পড়ে ব্যাথা পায়। পরে ওই এলাকার লোকজন ট্রেনের ক্ষতিসাধন করে এবং ড্রাইভারকে মারধর করে। ট্রেনটি ৪ ঘন্টা পূর্বধলা স্টেশনে আটকে থাকার পর ময়মনসিংহ হতে অন্য ড্রাইভার এসে স্টেশন হতে ট্রেনটি চালু করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে।