পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পূর্বধলা উপজেলা প্রতিনিধি : পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম ও সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোনা জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বুধবার (৭ ডিসেম্বর) রাতে পূর্বধলা সরকারি কলেজ শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে আনীত অভিযোগ অধিকতর তদন্তের স্বার্থে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ পূর্বধলা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে আনীত অভিযোগ অধিকতর তদন্তের স্বার্থে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটির সদস্যরা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকীব আহমেদ রাজীব ও নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বাঁধন। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোনা জেলা শাখার দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর গঠন করা পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই। মাদক সেবনের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পূর্বধলা থানা যুবদলের সহ-সভাপতি নূর আহাম্মদ এর ছেলে পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ কীভাবে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্ত হয়েছে সে প্রশ্ন এখন সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে মানুষের মুখে মুখে। সদ্য পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম এর বিরুদ্ধে মাদক সেবন অবস্থায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মাদক সেবন এবং মাদক বিক্রি করার অভিযোগে গত ৫ নভেম্বর ২০২২ পূর্বধলা থানার এফআইআর নং-৬ জিআর নং-৩৭২ মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে এবং তিনি জামিনে আছেন। গত মঙ্গলবার সদ্য ঘোষিত পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম ও সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ এর মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফাঁস হয়েছে।
এ দুই নেতার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নেত্রকোনা জেলা ছাত্রলীগ। এবিষয়ে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, পূর্বধলা সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণার আগে এই সমস্ত বিষয়ের জানা ছিল না, এবিষয়ে জানা মাত্রই জরুরি সিদ্ধান্ত মোতাবেক দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন নেত্রকোনা জেলা শাখার দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়া মাত্রই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।