পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র মিথ্যাচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ সভা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম’র নামে মিথ্যা ও মানহানীকর প্রেস বিজ্ঞপ্তি করায় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আনোয়ারোল হক রতনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ সভা করা হয়েছে। আজ শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব মিলয়াতনে এ প্রতিবাদ সভাটি হয়।
জানা যায়, গত কয়েক দিন পূর্বে কলেজের জায়গা কর্তৃপক্ষকে না জানিয়ে অনিয়ম ভাবে ইজারা প্রদান এবং বৈশ্বিক মহামারি করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৪০০ করে টাকা আদায় করে। অতচ কলেজের কোন ব্যাংক একান্টে ওই টাকা জমা নেই। কলেজের নানা অনিয়মের সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তি ও ফোনে বিভিন্ন প্রকার হুমকি দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারোল হক। অধ্যক্ষ মো: আনোয়ারোল হক রতনের এহেন কার্যকলাপে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান পূর্বধলা প্রেসক্লাবের সকল সাংবাদিক।
এসময় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি শফিকুজ্জামান শফিক, সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি আলী আহাম্মদ খান আইয়োব, শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, সাবেক সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য শাহ মোস্তাফিজ রাজিব, মো: আল মনসুর, মোস্তাক আহমেদ খান, সুহাদা মেহজাবিন, জিয়াউর রহমান প্রমুখ।