পূর্বধলা শিশু উন্নয়নে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ , জুন ২, ২০২১
শিশু উন্নয়নে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ ও স্মারকলিপি প্রদান

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : শিশু সুরক্ষা এবং শিশুদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে নেত্রকোনার পূর্বধলায় শিশু উন্নয়নে বাজেট বরাদ্দ সংলাপ অনুষ্ঠিত ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার (২ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজধলা শিশু ফোরাম এর আয়োজনে এপি, আন্তর্জাতিক মানব ও শিশু সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নেত্রকোনা’র সহযোগীতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংলাপে বক্তারা বলেন, আগামী ২০২১-২২ অর্ধবছরের তৈরীকৃত বাজেটের ১০ ভাগ যেন শিশুদের জন্য রাখতে হবে। শিশুদের সুরক্ষার জন্য খাতভিত্তিক সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ অব্যাহত রাখতে হবে। বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন পথশিশু এবং শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও সরঞ্জামের অভাব এবং শিশুদের সার্বিক তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের প্রকল্পে অন্তর্ভুক্ত করতে পারে।

পূর্বধলা উপজেলা শিশু ফোরামের সভাপতি এবং জোন -২ এর সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া’র সভাপতিত্বে রাকিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্পন্সরসিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার, মার্টিন এম মানখিন, প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা, জেলা শিশু ফোরমের সাধারণ সম্পাদক সৃষ্টি চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com