পূর্বধলা শিশু উন্নয়নে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ ও স্মারকলিপি প্রদান
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : শিশু সুরক্ষা এবং শিশুদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে নেত্রকোনার পূর্বধলায় শিশু উন্নয়নে বাজেট বরাদ্দ সংলাপ অনুষ্ঠিত ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার (২ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজধলা শিশু ফোরাম এর আয়োজনে এপি, আন্তর্জাতিক মানব ও শিশু সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নেত্রকোনা’র সহযোগীতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংলাপে বক্তারা বলেন, আগামী ২০২১-২২ অর্ধবছরের তৈরীকৃত বাজেটের ১০ ভাগ যেন শিশুদের জন্য রাখতে হবে। শিশুদের সুরক্ষার জন্য খাতভিত্তিক সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ অব্যাহত রাখতে হবে। বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন পথশিশু এবং শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও সরঞ্জামের অভাব এবং শিশুদের সার্বিক তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের প্রকল্পে অন্তর্ভুক্ত করতে পারে।
পূর্বধলা উপজেলা শিশু ফোরামের সভাপতি এবং জোন -২ এর সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া’র সভাপতিত্বে রাকিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্পন্সরসিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার, মার্টিন এম মানখিন, প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা, জেলা শিশু ফোরমের সাধারণ সম্পাদক সৃষ্টি চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।