পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
পূর্বধলা সংবাদদাতা: নেত্রকোণার পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদরের খাদ্যগুদাম রোডে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে (দৈনিক আমাদের নতুন সময়) সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাদ্দাম হোসেন (দৈনিক বাংলাদেশের খবর) সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম খান (দৈনিক তৃতীয়মাত্রা), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল (দৈনিক খোলা কাগজ), কার্যকরী সদস্য মোঃ ছাইদুল ইসলাম (দৈনিক একুশের সংবাদ), জহিরুল ইসলাম অসীম (নেত্রকোণার জার্নাল ডট কমের সম্পাদক) ও দেলোয়ার হোসেন তালুকদার (এবি৭১ টিভি)।
কমিটির উপদেষ্টামন্ডলীরা হলেন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, সাবেক সভাপতি ইসমাইল হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সদস্য মোহাম্মদ আলী জুয়েল।