পূর্বধলায় যুবলীগের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবলীগের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার আরবান চত্তরে গত রবিবার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি হাসানুজ্জামান রাফি, যুবলীগ নেতা কছম উদ্দিন, রফিকুল ইসলাম, শাহ মুস্তাফিজুর রহমান রাজীব প্রমুখ।
এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পূর্বধলা উপজেলায় সমাজের অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসুচী পালন করা হয়।