পূর্বধলা মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন জাকির আহমদ খান

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ , মার্চ ১, ২০২৩

মো: আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলা উপজেলাধীন পূর্বধলা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন জাকির আহমদ খান। উপজেলার শিক্ষা অফিসের নির্দেশনা মতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) পূর্বাহ্নে তিনি অত্র বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাধন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সহকারী শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা ওই নব যোগদানকৃত প্রাধন শিক্ষককে ফুল দিয়ে আনন্দের সহিত বরণ করেন।

জানা গেছে, গত ২১ সেপ্টম্বর ২০১৯ ইং বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক’র অবসর জনিত কারণে পদটি শূণ্য হয় এবং ২৬ এপ্রিল২০২০ ইং দপ্তরি আ: মোতালেব এর মৃত্যু জনিত কারণে দপ্তরির পদটি শূণ্য হয়। উক্ত পদের জন্য ৮ জন প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসে দরখাস্ত দিয়ে প্রার্থীতা করেন। দীর্ঘ চার বছর পর অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন জেলার প্রাইমারী সেক্টরে পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক জাকির আহমদ খান। তবে দপ্তরি পদটি এখন শূণ্য।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শেখ মুর্শেদা জামান, ম্যানেজিং কমিটির সহ সভাপতি সাংবাদিক শাখাওয়াত হোসেন, সদস্য তানজিলা আক্তার ইকরা, আবুল কালাম আজাদ, মোঃ মাজহারুল শাহ পিয়েল, প্রধান শিক্ষক ফজলুল হক বাবুল তালুকদার, মোঃ রুহুল আমিন এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ সহ অনেকেই। পরে নবযোগদানকৃত প্রধান শিক্ষক জাকির আহমদ খান সকলকে নিয়ে বিদ্যালয়ে ৪ টি ফুল গাছের টব স্থাপন করেন। তিনি অত্র এলাকার অভিভাবক ও সচেতন মহলের সহযোগীতা কামনা করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com