পূর্বধলা বাজার বণিক সমিতির সম্পাদক সাইফুদ্দিন শাহীন’র জানাজা সম্পন্ন


পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বিশিষ্ট ধান ব্যবসায়ী মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন’র মৃত্যুবরণ করেছেন (ইন্না-ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত আটটায় পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্ররে ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় উনার বয়স ছিল ৫০। সাইফুদ্দিন শাহীন, পূর্বধলা উপজেলা সদরের রাজপাড়া গ্রামের মৃত হাজী কছম উদ্দিনের ছেলে। তিনি একজন সামাজিক, ভদ্র ও উধার মনের মানুষ ছিলেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে ও ৪ ভাই ২ বোনসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামীলীগে’র সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, পূর্বধলা প্রেসক্লাব, পূর্বধলা বাজার বণিক সমিতি, আজকের আরবানের সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, দৈনিক প্রতিবাদ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মোঃ আল মুনসুর সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।