পূর্বধলা বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
এম রহমান তালুকদার: নেত্রকোনার পূর্বধলায় বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন। সোমবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা সদরের পাট বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু’র সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, পূর্বধলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুজিবর, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন খান, পূর্বধলা সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, ব্যবসায়ী আনিসুর রহমান লাল মিয়া, বিশ্বজিৎ রায় চৌধুরী, দিলিপ পাল, আব্দুল মোমেন জুয়েল, আলমগীর বাশার সুমন প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জটিয়াবর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, উপ-প্রচার সম্পাদক এখলাছ উদ্দিন লাক মিয়া, বিকন সরকার, বিশকাকুনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তালুকদারসহ আওয়ামী লীগের নেতৃবন্দ ও বণিক সমিতির ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন তার বক্তব্যে বলেন, আমি নিজে একজন ব্যবসায়ী, নিঃসন্দেহে ব্যবসায়ীর দুঃখ কষ্ট আমি বুঝি। উপজেলা চেয়ারম্যান হলে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। কাউকে কোনো চাঁদা দিতে হবেনা। তাই আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিন।