পূর্বধলা বাজারে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ , ডিসেম্বর ২৯, ২০২০

পূর্বধলা উপজেলা সংবাদদাতা:  অনাকাঙ্খিত অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক য়তি রোধকল্পে পূর্বধলা বাজারের ব্যবসায়ী ও জনসাধারণকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের জন্য নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা পাটবাজারে বেলা ১.৩০ ঘটিকায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নেত্রকোনা জেলার সহায়তায় নেত্রকোনা জেলা প্রশাসনের নির্দেশনায় পূর্বধলা উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ সাইদুল্লাহ্ এর নেতৃত্বে নেত্রকোনা ফায়ার সার্ভিসের ৯ সদস্যের একটি চৌকস অগ্নি নির্বাপক দল মহড়ায় অংশ নেন।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পূর্বধলা বাজার বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও পূর্বধলা সদর ইউনিয়ন চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শাহীন, যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ শহীদ আকন্দসহ বাজারের ব্যবসায়ীগণ মহড়াটি প্রত্য করেন। মহড়ার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপ সহকারী পরিচালক সর্ব সাধারণকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন এবং হাতে কলমে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার শিা দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, অত্যন্ত সুন্দর এবং কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজক জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও অংশগ্রহণকারী বিশেষ করে ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যাতে কোন অগ্নি দুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com