পূর্বধলা প্রেসক্লাব ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম’র উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাব ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম এর আয়োজনে গতকাল বুধবার ( ০৪ জানুয়ারি ) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জিনিয়া জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সদস্য শহিদুল আলম মামুন, আল-মনসুর, মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান প্রমুখ।