পূর্বধলা প্রেসক্লাব এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


পূর্বধলা প্রতিনিধি : প্রকৃতির নিয়মেই শীত আসে। প্রতিবছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড়কাঁপানো কষ্ট। এমন অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে পূর্বধলা প্রেসক্লাব। পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন এর সহযোগিতায় পূর্বধলা প্রেসক্লাব এর আয়োজনে রোববার ( ১৫ জানুয়ারি ) বিকালে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ। পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য, জাকির আহমেদ খান কামাল, মোস্তাক আহমেদ খান, আল মনসুর, সুহাদা মেহজাবিন, জিয়াউর রহমান, সাংবাদিক ওয়াসিমূল বারী প্রমুখ। এছাড়াও উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বাবুল, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।