পূর্বধলা প্রেসক্লাবে ঈদোত্তর সুধীজন আড্ডা ৩য় অধিবেশন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় জনপ্রতিনিধিদের সাথে রবিবার (২০ মে) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবের ঈদোত্তর শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের নিয়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম। পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: জায়েজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ,
ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজু মিয়া আকন্দ, বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজাউল ইসলাম দিপু, গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোহাম্মদ সায়েদ আল মামুন শহীদ, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল, খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান মো: ইয়াকুব আলী, ধলা মুলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য, মো: শহিদুল ইসলাম, মহিলা সদস্য পারভীন আক্তার, একেএম মাজহারুল ইসলাম রানা, ইউপি সদস্য সারোয়ার জাহান প্রমুখ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তৃতা করেন আদিবাসী বিষয়ক লেখক ও গবেষক সাংবাদিক আলী আহাম্মদ খান আইয়োব,পূর্বধল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শফিকুল আলম শাহীন, সাংবাদিক জুলফিকার আলী শাহীন, শফিকুজ্জামান শফিক, গোলাম মোস্তফা, কেবিএম নোমান শাহরিয়ার, মো: শহীদুল আলম মামুন প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংবাদিক শাখাওয়াত হোসেন শিমুল, নূর উদ্দিন মন্ডল, মোহাম্মদ আলী জুয়েল, আল মুনসুর, মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান, সুহাদা মেহজাবিন প্রমুখ।