পূর্বধলা প্রেসক্লাবে ঈদোত্তর সুধীজন আড্ডা ২য় অধিবেশন
পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাব আয়োজিত ঈদোত্তর সুধীজন আড্ডা ও শুভেচ্ছা বিনিময় ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন ও জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন- ৩১৮) এর এমপি জাকিয়া পারভীন খানম মনি’র প্রতিনিধিদের সাথে এ আড্ডা ও শুভেচ্ছা বিনিময় হয়।
পূর্বধলা প্রেসক্লাব’র সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আদিবাসী বিষয়ক লেখক ও গবেষক সাংবাদিক আলী আহাম্মদ খান আইয়ুব, সাংবাদিক জুলফিকার আলী শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মুজিবর, আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম দিদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আকাঈদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল ইসলাম আঙ্গুর, যুবলীগ নেতা প্রদীপ কুমার দাশ, পূর্বধলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদ হাসান সাকিন, শ্রমিক নেতা আনিসুর রহমান রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক বৃত্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুকুল কায়সার আকন্দ, যুবলীগ নেতা কায়কোবাদ খোকন সহ অন্যান্যরা।
এসময় প্রেসক্লাব’র অন্যান্য প্রতিনিধিদের মাঝে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক শহিদুল্লাহ সংগ্রাম, যুগ্ন সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সদস্য নূর উদ্দিন মন্ডল, মোহাম্মদ আলী জুয়েল, মাহমুদুল হাসান রতন, আল মুনসুর, মোস্তাক আহমেদ খান, সুহাদা মেহজাবিন, জিয়াউর রহমান প্রমুখ।