পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি রাশেদুল ইসলামের মতবিনিময়
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম মতবিনিময় করেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধায় পূর্বধলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পূর্বধলা প্রেসক্লাবের উপদেষ্টা জাহিদুল ইসলাম সুজন। পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আলী আহমদ খান আইয়োব, আজকের আরবানের সম্পাদক ও পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো: জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মো: শফিকুল আলম শাহীন, সদস্য জাকির আহমেদ খান কামাল, সাবেক সাধারন সম্পাদক ও কালের কণ্ঠের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, সদস্য ও দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক মো: শফিকুজ্জামান শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সদস্য মোহাম্মদ আলী জুয়েল, এমদাদুল ইসলাম, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান, প্রচার-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সুহাদা মেহজাবিন, ক্রীড়া সম্পাদক মো: আল মুনসুর, সদস্য জিয়াউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, জনসাধারনের মধ্যে সর্বোচ্চ পুলিশী সেবা নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাবেন। মদ, জুয়া, চুরি, ডাকাতি, নারী নির্যাতন ইত্যাদি অপরাধ নিরোধের বিষয়ে জিরো টলারেন্স ভুমিকা পালন করা হবে। আর এজন্য তিনি গণমাধ্যম কর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলামকে প্রেসক্লাবের প্রকাশনা প্রমূর্ত তোলে দেওয়া হয়।