পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সাথে পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পূর্বধলা উপজেলার নির্বাহী অফিস কার্যালয় কক্ষে এ পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিক তুলেধরা পূর্বধলার বিভিন্ন সমস্যা, ঐতিহ্যবাহী রাজধলা বিল এর সীমানা নির্ধারণ, কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কারক, শেখ রাসেল ক্রীড়া পরিষদ, বাল্য বিয়ে প্রতিরোধ , মাদক নির্মূল, সড়কে শৃঙ্খলা ফেরানো ও ভেজাল খাদ্য রোধে অভিযান পরিচালনা, সাতার কাটা প্রশিক্ষণের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করলে, সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন, নবাগত ইউএনও।
উক্ত পরিচিত ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন, সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, যুগ্মসাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, অর্থ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক ডাঃ শহিদুল্লাহ, সম্মানিত সদস্য নুর উদ্দিন মন্ডল দুলাল, মোহাম্মদ আলী জুয়েল, মোস্তাক আহমেদ খান, আল মুনসুর, সুহাদা মেহজাবিন, জিয়াউর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও অন্যান্যদের মাধে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাসরিন বেগম সেতু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক।