পূর্বধলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময়


পূর্ব্যধলা সংবাদদাতা: ঐতিহ্যবাহী পূর্বধলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পূর্বধলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম । শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় থানার নবাগত ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, একটি এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন সাধন, সব ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে পুলিশকে তথ্য দিয়ে সাংবাদিকরা সহযোগিতা করতে পারেন।
সাংবাদিকদের নিয়ে পূর্বধলা উপজেলাকে পুলিশি সেবার মাধ্যমে একটি শান্তিপূর্ণ জনপদ করতে চাই। এক্ষেত্রে প্রেসক্লাব নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের সাথে নিয়ে পূর্বধলাকে মাদক মুক্ত, অপরাধ মুক্ত করতে চাই। থানায় আসার পর ভুক্তভোগীরা যাতে করে কোন ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষনিক আইনি সেবা পান এ জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
মতবিনিময়কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সিনিয়র সদস্য জুলফিকার আলী শাহীন, জাকির আহমেদ কামাল, নূর আহস্মদ খান রতন, মোহাম্মদ গোলাম মোস্তফা, আল মুনসুর,সুহাদা মেহজাবিন ও জিয়াউর রহমান।