পূর্বধলা প্রেসক্লাবের সম্পাদকের চাচী রিজিয়া খাতুন আর নেই
![পূর্বধলা প্রেসক্লাবের সম্পাদকের চাচী রিজিয়া খাতুন আর নেই](https://dailypratibad.com/wp-content/uploads/2021/05/শোক.jpg)
![](https://dailypratibad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: জায়েজুল ইসলামের কনিষ্ট চাচী রিজিয়া খাতুন আর নেই। তিনি ময়মনসিংহের আকুয়ার নিজ বাসায় গত বুধবার রাতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
তিনি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ল্যাব: সহকারি হিসেবে অবসর গ্রহণ করার পর ময়মনসিংহের আকুয়া নিজ বাসায় বসবাস করছিলেন। জীবনের শেষ দিকে বার্ধ্যক্য জনিত কারনে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামীসহ এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ম জানাজা ও বিকেলে আকুয়া মাদরাসা কোয়ার্টার মসজিদের সামনে ২য় জানাজা শেষে আকুয়া সিটি কর্পোরেশনের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে।