পূর্বধলা প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন খোকন বহিস্কার

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ , জুন ১৯, ২০২১
ছবি : ইসমাইল হোসেন খোকন

পূর্বধলা প্রতিনিধি : গঠনতন্ত্র বিরোধী কাজ করায় নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাবের সদস্য মো: ইসমাইল হোসেন খোকনকে বহিস্কার করা হয়েছে। পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (১৯ জুন) পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান তার বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন। মো: ইসমাইল হোসেন খোকন নয়াদিগন্ত পত্রিকার পূর্বধলা উপজেলা সংবাদাদাতা হিসেবে কাজ করছেন।

বহিস্কারারের চিঠির বিবরনীতে ইসমাইল হোসেন খোকনের বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো তিনি পূর্বধলা প্রেসক্লাবের সদস্য থাকাকালীন চলমান কমিটি গঠন হওয়ার পর থেকে টানা দেড় বছর প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত হননি। বিধি অনুযায়ী প্রেসকাবের প্রত্যেক সদস্যের মাসিক নির্ধারিত চাঁদা প্রদান বাধ্যতামুলক। কিন্তু তিনি চাঁদা প্রদান করেননি । তাছাড়া গঠনতন্ত্র অনুযায়ী ক্লাবের কোন সদস্য উপজেলার অন্যকোন সংবাদকর্মীদের সংগঠনের সদস্য হওয়ার বিধান না থাকা সত্বেও তিনি অন্য একটি সংগঠনের উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত থেকে তার পৃষ্টপোষকতা করেছেন। এসকল প্রতিটি অভিযোগই গঠনতন্ত্র পরপন্থী।

ইসমাইল হোসেন খোকনের এসব অনিয়মের প্রেক্ষিতে পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সভায় বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক গত ১৫ মার্চ তাকে কারণ দর্শানো চিঠি দেওয়া হয়। যার স্মারক নং পূর্ব/প্রেস, ২০২১/০০৪, তারিখ ১৫/০৩/২০২১খ্রি.। নিধারিত সময় পারহওয়ার পরও তিনি চিঠির কোন জবাব দেননি। তাছাড়া তিনি পূর্বধলা প্রেসক্লাবের সদস্য পদের অপব্যবহার ও সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে অবৈধ ভাবে রেলওয়ের জায়গা দখল এবং স্থাপনা নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের গত ১৭ জুন ২০২১ খ্রি. সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠণতন্ত্রের ধারা ১২, ধারা ৬ এর (ক) ও ধারা ৪ এর পরিশিষ্ট (খ) এর ৯ নং শর্ত অনুযায়ী মো: ইসমাইল হোসেন খোকনকে পূর্বধলা প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়। উল্লেখ্য প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কাজ করার অভিযোগে তিনি এর আগেও একবার বহিস্কার হয়েছিলেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com