পূর্বধলা প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২১ উদযাপন

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , জানুয়ারি ১৮, ২০২১

সুহাদা মেহজাবিন : বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পূর্বধলা প্রেসক্লাবের সকল সদস্য তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ‘ফ্যামিলি ডে’ উদযাপন করেন।

পূর্বধলার ঐতিহাসিক রাজধলা বিলপাড়ে দিনব্যাপী আনন্দ-উল্লাসে মেতে ওঠে সবাই। এই অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। প্রথমেই স্বাগত বক্ত্যব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য আলী আহমদ খান আইয়োব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েজুল ইসলাম, কার্যকরী সদস্য মো: শফিকুল আলম শাহীন, কার্যকরী সদস্য জুলফিকার আলী শাহিন, সহ সভাপতি মো : শফিকুজ্জামান শফিক, কার্যকরী সদস্য জাকির আহমদ খান কামাল, কার্যকরী সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা, কার্যকরী সদস্য নূর আহাম্মদ খান রতন, যুগ্ম সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, কার্যকরী সদস্য নূর উদ্দিন মন্ডল দুলাল, কার্যকরী সদস্য মাহমুদুল হাসান রতন, ক্রীড়া সম্পাদক মো: শাখাওয়াত হোসেন শিমুল, কার্যকরী সদস্য শাহ মো: মোস্তাফিজুর রহমান রাজীব, অর্থ সম্পাদক মো: শহিদুল্লাহ, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী জুয়েল। এছাড়া আরো উপস্থিত ছিলেন আজকের আরবান এর পূর্বধলা উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান।

এরপরই শুরু হয় পরিচয় পর্ব এবং ক্লাবের সদস্যদের সহধর্মিণী ও সন্তানদের নিয়ে ক্রীড়া, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ বদল, কথা মেনে চলা, কবিতা, গান, হামদ-নাতসহ মনোমুগ্ধকর বেশ কয়েকটি ইভেন্ট। খেলা চলতে চলতে সময় হয় মধ্যাহ্ন ভোজের এবং ফাকে ফাকে চলে ফটো সেশন।

রাজধলা বিলের মনোরম পরিবেশে হরেক রকম দেশীয় রেসিপিতে রান্নার আয়োজন করা হয়। এভাবেই ভিন্ন এক আমেজে অংশগ্রহণকারীরা আবিষ্ট ছিলেন দিনভর।

আনন্দঘন এই কর্মসূচিতে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে একদিনের এমন কর্মসূচি বিনোদনের চমৎকার আয়োজন।’ সাংবাদিকরা কর্মব্যস্ত থাকেন বলে পরিবারের সদস্যদের সময় দিতে পারেন না উল্লেখ করে তিনি আরো বলেন, সবাই মিলে একটি দিন কাটানোর এমন সুন্দর আয়োজনে সবার সাথে আমিও শরীক হতে পেরে আনন্দিত। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকরা উন্নয়ন, অগ্রগতি, সমস্যার সমাধানসহ নানা ক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছেন তা পূর্বধলাবাসী স্মরণ রাখবে বলে মন্তব্য করেন তিনি।

মধ্যাহ্নভোজের পর অংশগ্রহণকারীদের নিয়ে শুরু হয় র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকালে হয় পুরস্কার প্রদান পর্ব। । প্রতিটি পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের ও সবার মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে আকষর্ণীয় সব পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামানসহ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

সার্বিক আয়োজনকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ উদ্যোগ হিসেবে ক্লাবের সকল সদস্যের সহধর্মীনিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন সৈয়দ আরিফুজ্জামান মাসুম এর সহধর্মীনি সৈয়দা মোছারাত নাহিদ, মো: শফিকুল আলম শাহীন এর সহধর্মীনি আহসান আরা, জুলফিকার আলী শাহিন এর সহধর্মীনি তাহমিনা সুলতানা রুমি, মোহাম্মদ জায়েজুল ইসলাম এর সহধর্মীনি মোছাঃ কামরুন্নাহার, জাকির আহমদ খান কামাল এর সহধর্মীনি মোছলিমা আক্তার খানম চৌধুরানী, মো : শফিকুজ্জামান শফিক এর সহধর্মীনি সাওদা জামান পান্না, মোহাম্মদ গোলাম মোস্তফা এর সহধর্মীনি শরীফা পারভীন আছমা, নূর আহাম্মদ খান রতন এর সহধর্মীনি সুফিয়া বেগম, মো: শাখাওয়াত হোসেন শিমুল এর সহধর্মীনি আশরাফুন্নাহার লাবন্য, মোহাম্মদ আলী জুয়েল এর সহধর্মীনি রোকাইয়া ইয়াসমিন, মো: শহিদুল্লাহ এর সহধর্মীনি হেলেনা আক্তার।

সন্ধ্যায় সময় হয় বাড়ি ফেরার। সারা বছর সাংবাদিকরা কর্মব্যস্ত থাকায় পরিবারের কাউকে অনেক ক্ষেত্রেই সময় দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি ডে উদযাপনের মাধ্যমে সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্ক বন্ধন দৃঢ় হবে- এমনই প্রত্যাশা সকলের। সবধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে নতুন পরিবেশে প্রাণের সাথে প্রাণ মিলিয়ে গণমাধ্যমসমূহ বস্তুুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে সক্ষম হলে প্রকারান্তরে তা সকলের জন্যেই কল্যাণ বয়ে আনবে। আগামীর দিনগুলোতে পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুসংহত করার প্রত্যয় রেখেই শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com