পূর্বধলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলাধীন পূর্বধলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী শাহীন।
সভায় সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সৈয়দ আরিফুজ্জামান, আলী আহম্মদ খান আইয়োব, শফিকুল আলম শাহীন, গোলাম মোস্তফা, জাকির আহমেদ খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার, সদস্য শাহ মোস্তাফিজুর রহমান রাজিব, মোহাম্মদ আলী জুয়েল, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন শিমুল, প্রচার-প্রকাশনা ও সাহিত্য সস্পাদক সুহাদা মেহজাবিন,
দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ আল মুনসুর, সদস্য নূর উদ্দিন মন্ডল দুলাল, এমদাদুল ইসলাম, সাকিব আব্দুল্লাহ, জিয়াউর রহমান, শহীদুল্লাহ্ সংগ্রাম প্রমুখ । সভায় নবনির্বাচিত সদস্যদের পরিচিতি, কর্মদায়িত্ব বন্টন এবং সাংগঠনিক নানা বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।