পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ , এপ্রিল ২১, ২০২৩

মোঃ আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য আল মনসুর এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় মতামত ব্যক্ত করেন, প্রধান অতিথি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ। অন্যান্যদের মাঝে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ও সিনিয়র সদস্য, লেখক -গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান মিন্টু, পূর্বধলা জগৎমনির সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, প্রেসক্লাবের সদস্য দীপক রঞ্জন সরকার প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পাঠ করেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক‌।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com