পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
মোঃ আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য আল মনসুর এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় মতামত ব্যক্ত করেন, প্রধান অতিথি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ। অন্যান্যদের মাঝে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ও সিনিয়র সদস্য, লেখক -গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান মিন্টু, পূর্বধলা জগৎমনির সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, প্রেসক্লাবের সদস্য দীপক রঞ্জন সরকার প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পাঠ করেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক।