পূর্বধলা প্রেসক্লাবের ঈদোত্তর সুধীজন আড্ডা ৪র্থ অধিবেশন


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (৮ জুন) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবের সদস্যদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাথে এক সুধীজন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের নিয়ে ধারাবাহিক ঈদোত্তর শুভেচ্ছা ও সুধীজন আড্ডার অংশ হিসেবে আজকের শেষ পর্বে বিএনপি’র নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: আব্দুল রহিম,
পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহবায়ক মো: সেলিম উদ্দিন, মো: সালাউদ্দিন আহমেদ নওয়াব, আবুল হাসনাত বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, পূর্বধলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আবু তাহের ফকির, নেত্রকোনা জেলা যুবদলের তথ্য-যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল হায়াত খান বাদশা, স্বেচ্ছাসেবকদল নেতা মো: মিজান তালুকদার, কাজী মইনুল ইসলাম মুন্না প্রমুখ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আদিবাসী বিষয়ক লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী শাহীন, সহ সভাপতি শফিকুজ্জামান শফিক, সাংবাদিক মো. গোলাম মোস্তফা, কেবিএম নোমান শাহরিয়ার, নূর উদ্দিন মন্ডল দুলাল, মোহাম্মদ আলী জুয়েল, ডা: মোঃ শহীদুল্লাহ, মোস্তাক আহমেদ খান, সুহাদা মেহজাবিন প্রমুখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাকির আহমেদ খান কামাল, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, আল মুনসুর, জিয়াউর রহমান প্রমুখ।