পূর্বধলা প্রেসক্লাবের আয়োজনে পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ , জানুয়ারি ২, ২০২৪

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার মধ্যদিয়ে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর ) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ পিঠা উৎসবের আয়োজন হয়। নানান ধরনের পিঠার পসরা নিয়ে হাজির হন পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহধর্মিণীরা। গ্রাম বাংলার নানা ধরনের পিঠাসহ স্টলে স্টলে প্রায় ৩০ ধরনের পিঠা দিয়ে সাজানো হয় এই পিঠার আসর। উল্লেখযোগ্য পাকন পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, ডিমের পুডিং, পাটি সাপটা, ঝাল পিঠা, ফল পিঠা, দুধ পুলি, হাছ পিঠা, ছই পিঠা, কলার রসের পিঠা, তালের রসের পিঠা, গোলাপ ফুল পিঠা, চেপা সুটকির ঝাল পিঠা, মাংস পুলি পিঠা, সরিষা পিঠা, খেুজর রসের পায়েসসহ হরেক রকমের রসালো পিঠা।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের উপদেষ্টা ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম,

পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব, প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক দীপক রঞ্জন সরকার, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ। পরবর্তীতে এদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূর্বধলার আফরোজা রুপা সংগীত সন্ধ্যায় বিভিন্ন মনোরম গান পরিবেশন করে অনুষ্ঠানটি কে উজ্জীবিত করে তুলেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com